আর পারবোনা ছুঁতে তোমায়
আর হবেনা দেখা,
আর হবেনা মান অভিমান
আর হবেনা কথা।
আর কোনোদিন মনে তোমায়
করবোনা তো  চাষ,
একলা জীবন দহন কালে
একলা বসবাস।
এমনি করেই কাটুক জীবন
কাটুক সারাবেলা,
জলশূন্য নদীতে বাইব
বৈঠা বিহীন ভেলা।
তোমার চোখে চোখ রেখে
করবোনা সর্বনাশ,
চৈত্র খরায় ভরে থাকুক
আমার বারোমাস।
আর ডাকিনা সুরে সুরে
বাঁধিনা তাই সুর,
সুরের ঘড়ে ক্যামনে বল
বসত করে অসুর?