গহিন বনে আঁধার রাতে -
আলোর রশ্মি ছড়িয়ে দিয়ে
চাঁদটি দেখো মুচকি হাঁসে,
চাঁদ কি বলো স্বর্থ খুঁজে?


ভোরের আকাশে মৃদু হেসে-
গগন জুড়ে আলো নিয়ে
সূর্য উঠে,
সূর্য কি বলো কারো হৃদয় পুড়ে?


সাগর কূলে ঝড়ের সাথে-
মাতাল হয়ে ঢেউ এর সাথে পানি নাচে,
ঢেউ কি বলো কারো পাজর ভাঙে?


এই পৃথিবীর সমাবেশে-
সৃষ্টিরর শেরা প্রণী হয়ে!
রূপ বাহারে আত্রুুশ হয়ে,
কেনই বা এতো বড়াই করে।


চাঁদের থেকে, সূর্যের থেকে,সাগর থেকে!
কে'ই বা এতো বড়ো আছে,মানব কূলে।