ধ্যানী ও নই - ধনী ও নই-
                  ধন্য আমি আমার তরে,
আমি এক জন মানুষ বলে।


জ্ঞানী ও নই গুনি ও নই-
                     ধন্য আমি আমার তরে,
লোক সমাবেশে আছি বলে।


প্রেমী ও নই মজনু ও নই-
                    ধন্য আমি আমার তরে,
আমার আমিতে আছি বলে।


আকাশ ও নই জমিন ও নই-
                      ধন্য আমি আমার তরে,
এই সুন্দর ধরণীতে ঠাঁই পেয়েছি বলে।