|♪|♪|<>****♥♥♥****<>|♪|♪|


নিটল পথে ঝুমুর পায়ে হাঁটছে রূপকুমারী"
"নির্জন রাতে ঘুমের ঘরে স্বপ্ন লুকচুরি,
গুধুলি সন্ধ্যা ঝিরঝিরে চুলে,উপচে পড়ছে ঢেউ,
"চাঁদের কিরণ যায় যে গলি দেখে তাহার ঢালি;
"হৃদয় কম্পন হচ্ছে যেনো, অনুভবে তারই জুলি।


ভাবনা গুলো চড়ে বসেছে,স্বপ্নে অনুভবে,
বৃষ্টি ফোঁটা পড়ছে যেনো,তাপহীন সৌরভে,
দিঘল কাঁপানো আলতা পায়ে;ঝুমুরের সুর অবিরাম;
রূপস তাপিত ঝিমঝিম ঝরে হৃদয়ে মিশে সিক্ত।


নজর কাড়া আঁখিদ্বয় তাহার,বিদ্যুৎ চমকায় মনে;
দ্বিপ্ত আলো যায়'যে নিবে;নিশুতির গহিন বনে,,
চায়া নটের ঐ বদন খানি,দোলছে ব্যাকুল ক্ষণে।


চিত্ত মায়া ভরা তার কোমল মুখখানি,
শান্তমনে আঁকা যেনো ; শিল্পীর কারিগরি...
ক্লান্ত দেহ'নিথর হাতে;রেশমি চলচাতুরী,...
মেঘের ভাজে ঘুর খাচ্ছে, রোদ্দুরের প্রেম ঢালি;
সে যেনো এক স্বপ্নপরি জেগে থাকা নয়নে,
তাহর ছবি আঁকা আছে হৃদয় স্পন্দনে।


       |♪|♪|<>****♥♥♥****<>|♪|♪


রচনাকাল ০২/০৭/২০১৫


ইউ এ ই