ছোট বেলায় উলঙ্গ সুখ,  নির্লজ্জ চুম্বন ছিল রাশি রাশি,
ভোরবেলাতে ফুল কুড়াত ছোট ফুলকুমারী,
ঝরা ফুলে ভরে নিতো নারিকেল পাতার ঝুড়ি,  
নিপুণ মনে মালাগেঁথে দিতো গলে তুলি।


পাঠশালার ঐ গন্ডী আমরা যখন দিলাম পাড়ি,  
ধীরে ধীরে পড়ে গেলো ব্যবধানের পায়ে বেড়ি,
ফাঁকি দিয়ে পড়শীর আঁখি, দিতাম যখন প্রহর পাড়ি,
ছলচাতুরী প্রেম প্রতি,  ছিল মন নিবেশে।


আহলাদে আদুরে তারে রাখতাম যত্ন করি,
ভাবিনি কখনও আমায় দিয়ে যাবে ফাঁকি,  
কাতর কন্ঠে কাঁদে আজ হারানো সেই ক্ষণ,  
কেনো তাকে ভেবে ছিলাম এতটা আপন।


হারানো সুখ থাকো তুমি নিথর এই প্রাণে,
তোমারে পোষিব আমি ললাটে যতনে।
যেই হারিয়েছে সেই যানে হারানো সুখের মানে।


রচনাকাল -
০৫/০৭/২০১৫
ইউ এ ই,