*************************
সে তুমি নাই জানলে "ফোঁটায় ফোঁটায়
কতোটা ম্লান হয়েছে স্মৃতির পাতা,
দীর্ঘশ্বাস আমার রুক্ষ দেয়াল ছুঁয়ে 
বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময় 
সে'তো তোমারই কারোণে।
আমার ভালোবাসা  অনেক কেঁদেছে
তোমার পরাগ পাত্রে,
তবুও প্রার্থনা আমার হারিয়ে যায় অন্ধকারে 
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে !
বেশ'তো আজ মুক্ত তুমি.......
আমি না হয় ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে 
ভাঙ্গা আয়নায় নিজের ছবি লুকিয়ে রাখলাম,
পারবে কি তুমি স্মৃতির পাতা ছিড়ে পেলতে?
"এ বাঁধন না'হয় ছেড়ে চলে গেছো-
পারবে কি এ দেয়াল ভেঙ্গে আমায় আবার-
আগের জায়গায় ফিরিয়ে দিতে?
"জানি এ তোমার আয়ত্তের বাইরে"
এ নিয়ম বড়ই অদ্ভুত নিয়ম! "ভাঙ্গা কাচ এর মতো ভাঙ্গা যায়...
জোড়া লাগানো বড্ড কঠিন.........


রচনাকাল -
২৮/০৬/২০১৬
ইউ,এ,ই