মানুষের এক ছোট্ট মনে
কতো স্বপ্নই থাকে..
কারো স্বপ্ন হারিয়ে যায়
জীবন ঘূর্নিপাকে,


সুখের সর্গে থেকেও কারো
সুখ থাকেনা মনে..
হাজার সুখকে পাশে রেখে
কান্দে সে গোপনে,


জীবন হলো সুখ দুঃখের
আজব কারিগড়..
দুরের মানুষ কাছে এনে
আপন করে পর,


অনেক কষ্ঠ ছিনিয়ে জীবন
বিনিময়ে দেয় সুখ..
ভালোবাসা কারো কেড়ে নিয়ে
ভেঙ্গে দেয় তার বুক,


খনেই হাসে খনেই কাঁদে
কতো মানুষের মন..
সব কিছুরি মূল সেতো
আজব এ জীবন,


#1911#