ভাবছি বশে চোখের জলে
হতো যদি নদী..
দিন রাএি তবে আমি
কাঁদতাম নিরবধি,


হাজার কষ্ট পেলেও যদি
জীবন কাটতো ভালো..
সুখের পিছে ছুটে আর
কি লাভ হতো বলো,


না পাওয়াতেই জীবন যদি
পেত পুর্নতা..
পাওয়ার জন্য কেন তবে
ছুটতাম অযথা,


নতুন করে হারানো কিছু
পেতাম যদি ফিরে..
নতুন কিছু কেন খুজতাম
সারা দুনিয়া ঘুরে,


যার কারনে কষ্ট পেয়ে
সুখকে গেছি ভুলে..
তবে সুখকে চাইবো কেন
তারই বদলে,


এর সবতো আবেগের ফল
বাস্তবতা নয়..
তবে আমি কেন করবো
জীবনটাকে ক্ষয়,


যে সময়টা চলে গেছে
ফিরবে কি তা আর..
হারাবার যে হারিয়ে গেছেই
নয় সেতো ফিরবার,


আবেগের ছলে জীবনটাকে
যদি করি হেলা..
হাজার কেঁদেও লাভ হবেনা
ফুরিয়ে গেলে বেলা,


আবেগের বসে চলতে গিয়ে
হবেই পরাজয়..
সুখ দুঃখ সব মিলিয়েই
জীবন গড়তে হয়,


#1911#