জীবন নামের সুখের নদীর
আমি দুঃখের পাড়..
সুখ থাকে এতো কাছে তবু
মন করে হাহাকার,
সুখের ঢেউ আঘাত হানে
আমার বুকের মাঝে..
তিলে তিলে হই নিঃস্ব আমি
সকাল বিকাল সাঝে,
বুকটা ভেঙ্গে বাধি বাসা
যখন অপর পাড়ে..
ভাঙ্গে সেটাও অজানা এক
সর্বনাশের ঝড়ে,
ভাঙ্গা গড়ার মাঝেই জীবন
বদলায় রাতারাতি..
কে জানে এর শেষ কোথায়
কি এর পরিনতি,
বদলাবে এই জীবন নদীর
গতিপথ আর কতো..
কবে পাবো আমি সুখের ছোঁয়া
শুকাবে মনের ক্ষতো,
শান্ত নদীর মতোন কবে
শান্তি রবে জীবন জুরে..
কষ্টের হবে চির বিদায়
সুখ থাকবে হৃদয় ভরে,
#1911#