রাতেও খাই নিয়ন আলো,
এই আলো জলমল শহরে
আমি একটু অন্ধকার চাই-
সভ্যতার সিঁড়ি বেয়ে ক্লান্ত আমি
তোর জন্য হলেও আমি
একটু অসভ্য হতে চাই-
বুফে প্রেমের দূ,টো কূপন
কতটাই বা প্রেম ধরে এতে
আমি আরো একটি কূপন চাই-
এই বৈঠকে কত্ত লোক
জরিয়ে পড়ছে অবিরত দ্বিমতে
আমি একবার স্বমতে দোকলা হতে চাই-