খানিক থাকি তোমার আঙিনায়?
হাত বাড়ালেই স্পর্শে যেন পাই,
শালুক রংয়ে ভাবুক পোড়া মন,
যাক উড়ে তার ধূসর কালো ছাই।
ব্যস্ত সময়, রঙিন উপকথা,
আঁচল ছুয়ে কঠিন বিষণ্ণতা,
গল্পগুলো কানাগলি হয়ে
এলোমেলো ঘুরছে যথা তথা।
নৈর্ব্যক্তিক চেতনার আলোকে,
বুঝিনা তোমার বিন্দু বিসর্গ,
নীল আকাশে সবুজ পালকে
তোমায় সাজাক অসীম নিসর্গ।


তোমার কথায় হইনি বজ্রাহত,
হইনি ভীত, হইনি চন্দ্রাহত,
তোমার মুখের হাসির মায়ায় বেঁধে,
মরে থাকুক আমার দুঃখ যত।


একটু থাকি তোমার বারান্দায়,
থাকতে দিও যদি বা মন চায়।
এতই রত, কুহক উপমায়,
সময়গুলো দ্রুত চলে যায়।


মরিয়া তোমার কৃষ্ণচূড়ার গাঁথা,
চুপ করে ওই বকুল মহীরুহ,
তোমায় ঘিরে অজস্র নিকুঞ্জ,
আর অখিলের নক্ষত্রময় গ্রহ।
থাকবো সরব কল্প রূপক হয়ে,
রূপকথাদের গল্প কথক হয়ে।
বিজন রাত্রি কাটুক তোমার স্পর্শে,
ঘুম না আসুক, কাটুক সময় হর্ষে।


১৬/০১/২০২২