মনটা তো আজ বড্ড খারাপ,
দিনটা ছিল কাল,  
কোনও কাজেই  হুঁশ ছিল না
আর ছিলো না তাল।
ভাইয়া ডেকে দোকান থেকে
আনতে বলে চাল,
ফেরার পথে ভয় দেখালো
দুষ্টু এক বিড়াল।
আছাড় খেলাম চলতে গিয়ে
ফাটল যে কপাল,
তাই দেখে খুন হেসে হেসে
পাশের বাড়ির জামাল।
আম্মু বলে,"ও খুকি তুই
ধর রান্নার হাল,
পুড়িয়ে যদি ফেলিস, চড়ে
ফাটিয়ে দেবো গাল।"
রাঁধতে গিয়ে ফোস্কা পড়ে
হাত হয়েছে লাল,
তরকারিতে নুন হয়েছে
ডাল হয়েছে ঝাল।
কান্না করি বসে বমে
সকাল ও বিকাল,
আব্বু বলে," ছিচকাঁদুনেই
থাকলি চিরকাল।"
স্যার পড়াতে এসে বলেন,
"অংকতে ভেজাল,
ইংরেজিতে ডবল জিরো
এই কি পড়ার হাল!"
শোবার সময় দেখি ঘরে
মাকড়সা বিশাল,
খাটের পাশে বানিয়েছে
বিস্তৃত এক জাল।
ভয়ের চোটে শুকিয়ে গলা,
অবস্থা বেহাল,
দুঃখ নিয়েই শুয়ে পড়ি
ভিজিয়ে দুই গাল।