আমার স্বপ্ন জুড়ে,
রোদ থাকে না, চিলেকোঠায়,
গল্পগুলো রাখবো কোথায়?
দুপুর শেষে বিকেল গড়ায়,
তবুও বসে ভাবি;
আজগুবি সব চিন্তা মনে,
গান কে গায় আর কেই বা শোনে?
সন্ধ্যেটাও প্রহর গোনে,
পাইনা খুঁজে হারালো কোথায়
আমার মনের চাবি।


এমনই দিন কাটে;
মন খারাপে কাটাই বেলা,
মেঘ আকাশে ঘুড়ির খেলা
শুধুই বাড়ায় অবহেলা
দিনে কিংবা রাতে,
জানি না কোন গুল্মলতায়,
রং মেশেনি বিষণ্ণতায়,
চাইছি হাওয়া নিঃসঙ্গতায়,
গাইবে আমার সাথে।