বিকেলবেলার রৌদ্র যখন, বারান্দাতে পড়ত এসে,
পাথর গড়া হৃদয় যেন ভেঙে যেত এক নিমেষে।
মোবাইল স্ক্রিনে তাকিয়ে ভাবি, কলটা কখন আসবে আবার,
হয়তো তখন মলিন হবে বিষণ্নতার কৃষ্ণ আঁধার।
বন্দি কেন এ মন আমার, তোমার স্মৃতির বৃত্ত জুড়ে,
মেঘমালা কি দেখায় না পথ, গান গায় না নতুন সুরে?
নদীর পাশে, কাশের বনে, মন যে হারায় যখন তখন,
গুল্মলতায়, আকুলতায় তোমার স্মৃতি কাঁদায় ভীষণ।
আকাশ, নদী, সাগরও আজ হেসে বলে আমি একা,
কোন সীমানায় আছো তুমি, দাও না ভেঙে নিয়মরেখা।
রং তুলিতে ভালোবাসা আঁকি না লাল, নীল কাগজে,
তোমার মত ভুলে যেতে শিখছি এখন আমিও যে।
রং পেন্সিল, ডায়রি, খাতা দেখি না আর একটু ছুঁয়ে,
ক্যানভাসে রং ছিল যত, সবটা আজি গেছে ধুয়ে।
তুমি মৃণ্ময়, নীরস পথিক; আমিও নিথর সোহাগিনী,
সন্ধ্যে সকাল হয়না শোনা নিত্য চেনা সেই রাগিণী।
আটপৌরে জীবন আমার, ঠাঁই নেই যে তোমার পথে,
তবুও কেন যাচ্ছি মিশে, তোমার অচীন রহস্যতে।
সন্ধ্যারাতে বালুচরে, দাঁড়িয়ে থাকি, এই অতশী।
যদিও সময় হয়না তোমার, কারণটা- অন্য উর্বশী।