যখন পারবে না আর থাকতে
ভুলে আমাকে;
শেষ চিঠিটা খুলেই দেখো,
তোমায় লেখা মনের কথা,
যত্নে আছে; পড়ে নিও
এক ফাঁকে।


যদি মন ছুঁতে চায়, হঠাৎ করেই
আমার মন;
কৃষ্ণচূড়া গাছের তলে,
বসে সন্ধ্যা, বিকেল, রাতে,
চোখটা বুজে আমায় ভেবো,
পড়বে মনে যতক্ষণ।


যখন দিনের শেষে বুকের পাশে
করবে ব্যথা;
আমার বলা কথাগুলো
ছড়িয়ে দিও হৃদয় মাঝে,
থাকুক যতই কাজের ভিড়
বা ব্যস্ততা।


যখন মাঝ রাতে ঘুম ভেঙে
যাবে হঠাৎই,
তখন প্রদীপ জ্বেলে দিয়ে,
দু'ফোঁটা জল পড়তে দিও
চোখ হতে; আর জ্বালিয়ে রেখো
মনের বাতি।


যখন আমি আসবো, যাবো,
তোমার হৃদয় জুড়ে,
তখন শুধু একটু ভেবো,
কী ভুলটা ছিল আমার?
কী ভুলে আজ তোমার হৃদয়
দহন জ্বালায় পুড়ে?