তুমি আমার হয়ে, দিগন্ত ছৃুঁঁয়ে দিও,
এটুকু ঝুঁকি নেবে কি, বল?
আমার হয়ে সমুদ্র থেকে মুক্তো কুড়িয়ে এনো,
আমার স্বপ্নের জলধারা হয়ে নেমো।
জলের আরশিতে আমার ছবি এঁকো,
গোধূলির শেষ আলোর বুননে,
ঝরা পাতার কাননে, মুগ্ধ নয়নে,
এ চোখে চোখ রেখো।
আমার কথার অর্থে নেই অথর্ব কিছু!
পড়ে আছি মিছে মায়া হয়ে,
পড়ে আছি বড় বোঝা হয়ে!
মায়া কাটানো যে পৃথিবীর কঠিনতম যুদ্ধ!
এ রণক্ষেত্রে বীরাঙ্গনা হতে দেবে কি আমায়?