"রাশি রাশি ভুল জমা
হয়, দিনরাত ধরে,
হই না তো ফার্স্ট আমি
ঠিক তার মতো করে।
সে আঁকে ছবি কলমে,
আমি কেন পেনসিলে?
বাহবা সে পায় যত
মরে যাই তিলে তিলে!
সে কথা বললে শুধু
শোনা যায় করতালি,
আমি যেই কথা বলি,
হয়ে যায় গুঁড়ে বালি।
তার প্রহসনে হাসে
চারিপাশে লোকজন,
আমি ফাঁকা বসে থাকি
নিয়ে মোর ভাঙা মন।
রং ওঠা জামাতেও
লাগে তাকে কি দারুণ!
আমাকে সবটাতেই
লাগে যেন কার্টুন!
ক্রিয়েটিভ সবদিকে,
সবখানে শ্রেষ্ঠ,
এরকম নই আমি,
লাগে তাই কষ্ট।
প্রতিটা সময় চলে
যায় কোন দিক দিয়ে,
আমার সময় যায়,
তার মতো হতে গিয়ে।"


এই ধারা চিন্তা,
কোরো তুমি আর না,
তুমি শুধু "তুমি" হও,
কঠিন ব্যাপার না।
সে থাকুক তার মতো
অনন্য অবতার,
'তুমি থাকো তোমাতেই'
এই ছিল সমাচার।