বুঝলে বালিকা,
ওই চাঁদেরও আলো আছে এক,
নাম তার জ্যোৎস্না,
কারচুপি করে, সারা শহরেই
ছড়ায় সে তার বন্যা।
আর ওই বনে, ফুলের কাননে,
ধিকধিক জ্বলে সেয়ানা জোনাকি,
সেও কম নয়, বিষাদ রাত্রে
দুঃখ দু'ফোঁটা রাখে নাকো বাকি।


কিন্তু কুহকী,
তোমার কিসের ইন্দ্রজাল?
কোন পরশপাথরে দ্যুতি
ছড়িয়ে দিয়েছো নির্ভেজাল?


আমিও কি ক্ষ্যাপা!
বুঝলে শ্রেয়সী,
আজ বুঝেছি তুমি
সকল আলোকের অন্তরায়,
তোমার আলোর নাম ছিল না;
অপ্রতিমভাবে তোমার কায়া
নিরবধি নূর ছড়ায়।