আমি তোমার হাত ধরে হাঁটতে চাই,
শুকনো পাথরে বাঁধানো সড়কে।
মিথ্যে নয়;
তোমার নামখানি এখনো লিখিত রয়েছে এই ব্যথিত হৃদয়ের মোড়কে।
যন্ত্রণার আকুলতা থেকে বলছি,
সব ছেড়ে আমি নিঃসঙ্গ মায়ার বাঁধনে বন্দী।
আমার কাব্য রচনা করেছি,
তবু তা পেরোয়নি এখনো তোমার ভালোবাসার গন্ডী।
জানো?
তোমার নামে এক চিঠি লিখতে,
পেরিয়ে গেছে কত সন্ধ্যে,
মিশে আছি অব্যক্ত কষ্টের প্রতিশ্রুতি নিয়ে কিছুটা ভালোয়, কিছুটা মন্দে।
কত অজস্র অধরা স্বপ্নের পেছনে ছুটে আমি হয়েছি দিশেহারা।
অথচ তুমি স্বপ্ন রূপী মেঘ হয়ে আমার হৃদয়ে পাগলপারা।
কথা ছিল এক আধটা দুঃখ নেবো ভাগাভাগি করে।
চিড় ধরে গেছে ভাবনায়, তুমি বহুদূরে গেছো সরে।
আমার ঘুণে ধরা ভালোবাসার মিথ্যে অনাদরে,
যত্ন করে রেখেছি তোমায় আমার একলা ঘরে।
বন্ধু,
দেখা হবে কি আবার, সেই শুকনো পথের প্রান্তে?
এখন তুমি কেমন আছো, বড় ইচ্ছে করছে জানতে।