হৃদয় তোমার ভাসা পদ্মের মতো,
বিধুর কেন বাউল সুরের তানে,
ভীষণ কেন বিষম কোণে প্রেম,
বোঝাও তো, ওই গূঢ় প্রেমের মানে!
নীরাভ মেঘের নীলাভ আবরণে,
টানছো যেন নিবিড় আলিঙ্গনে,
সত্যি তোমার কুহক ইন্দ্রধনু,
স্পর্শে অধর, স্পর্শে আমার তনু।
সবুজ সুতোয়, নিগূঢ় ছুঁতোয় বেঁধে,
ঈষত মিষ্টি, ঈষত তিক্ত জেদে
টানছো কাছে,বাসছো ভালো খুব ,
হাসির ছলে, কখনোবা কেঁদে।
নিঝুম বনের পাখি ওড়ায় ডানা,
খামখেয়ালি হয় না যে মন, তা না,
শুভ্র, ধূসর অভ্র বলে ডেকে,
আজকে ভালোবাসতে যে নেই মানা।