বৃদ্ধাশ্রম
      এম সুমন
বহু পথ পাড়ি দিয়ে আজ,
ক্লান্ত নিথর দেহ।
যাদের সুখে সব সঁপিলাম,
তারা আর আপন রহিলোনা কেহ


দুহাত ভরে দিয়েছি যখন,
আগে পিছে ছিলো ঘিরে
কতো আপন জন।
ঘিরে ছিলো চারদিকে
মায়ার বাঁধন।


যাকিছু ছিলো দিয়েছি ঢেলে।
তাদের সুখের তরে দিয়েছি কতো শ্রম।
সব হারিয়ে নিঃস্ব যখন,
সংগী হলো আজ বৃদ্ধাশ্রম।


আজ এখানে নিঃসঙ্গতা আর,
একাকীত্বের দংশন।
সার্থে ঘেরা এই ধরাতে,
কেও কি হয় কারো আপন?


সব হারিয়ে নিঃস্ব যখন
কিছুই রহিলোনা আর
শেষ বয়সে কেও নিলোনা
এই জন্ম দাতাদের ভার।