না বলা কথা
            এম সুমন


অনেক কথা রইলো বাকি
বলবো বলবো করে বলা হয়নি।
কতদিন থেকেছি প্রতীক্ষাই।
তোমার কখনো সময় হয়নি
আমাকে শোনার।
আমিও সাহস করে বলতে পারিনি,
অতটা সাহস ছিলোনা আমার।
বুকের গবীরে জমা রেখে সব অব্যক্ত
কথা গুলো হারিয়েছি কালের গবীরে,
সময়ের পরিক্রমায় হরিয়েছি সবকিছু।
বয়সের বারে নুয়ে পরেছে দেহ,
স্বপ্ন দেখা চোখ দুটি হারিয়েছ তার দূর দৃষ্টি।
কিন্ত হারায়নি যৌবনে সেই অব্যক্ত স্মৃতি গুলো।
বয়সের চোঁয়া লাগেনি আজো সেই চাওয়া পাওয়াই।
স্মৃতির আয়নাই এখনো আমি প্রতীক্ষাই থাকি
সেই না বলা কথা গুলো বলার জন্য।
কিন্ত সেই সময় আর সেই তুমি হারিয়েছো
হারিয়ে গেছো বহুদূর।
হয়তো আমিও একদিন হারিয়ে যাবো
কালের পরিক্রমাই।
কিন্ত হারাতে দেবোনা আমার
সেই না বলা কথা গুলো।
তাইতো ভাবছি বাতাসের কানে কানে বলে দেবো
প্রেয়সীগো অনেক অনেক ভালোবাসি তোমায়।
যদি কখনো দখিনা বাতাসে খোলা জানালায়
দাঁড়িয়ে থাকো কান পেতে শুনে নিও আমার
সেই না বলা কথা গুলো।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসিগো তোমায়।