প্রিয় মাতৃ ভুমি
            
          এম সুমন


প্রিয় মাতৃ ভুমির মাথাই ছেপে বসেছে,
এক ঝাঁক বনো শকুনের দল।
ছিঁড়ে খাচ্ছে জন্মভূমি,
লুটে নিচ্ছে গরিবের সম্বল।
রক্ত চোষা হায়েনা গুলো,
জোট বেধেছে শকুনের দলে।
স্বাধীনতা আজ বন্দী খাঁচাই,
মানবতা তাদের পদতলে।
খুন গুম আর রক্ত চোষাই ছিলো,
যাদের নিত্যদিনের কাজ।
শকুনের সাথে হাত মিলিয়ে তারা,
আজ এদেশে করছে রাজ।
শকুনের থাবাই খাঁমছে দরেছে,
এই অসহায় জাতীর বুক।
হায়েনা গুলো রক্তেত  স্বাদ নিতে,
হয়ে আছে উম্মুখ।
তাইতো সবাই আওয়াজ তোলো,
হাতে মিলাইও হাত।
বনো শকুন তাড়িয়ে দিয়ে
ভেংগে দেবো হায়েনার বিষ দাঁত।