রখে দাও ধর্ষণ
       এম সুমন


ধর্ষণ এক মহামারি আজ
সমাজের প্রতিপাতে।
হিংস্র হায়েনা গুলো চিড়ে খাচ্ছে,
শিশু বৃদ্ধ রক্ষা নেই কারো তাতে।


মাঠে ঘাটে খালে বিলে শুধু ধর্ষিতার লাশ।
অসহায় নারী গুলোর করুন চিৎকারে,
কম্পিত ধরনীর আকাশ বাতাস।


উন্নত সভ্যতাই এই সভ্য জাতী,
তবু কেনো এতো মানবীক অবক্ষয়?
তবেকি ভালোই ছিলো আমাদের অতীত,
সভ্যতার নামে আজ অসভ্যতার জয়।


প্রতিকার নেই কেনো নেই কেনো প্রতিবাদ।
উন্নত সভ্যতাই সভ্য জাতীর কর্ণকুহরে
পৌঁছেনা কি ধর্ষিতাদের আর্তনাদ?


নির্লজ্জতার কালো চাদরে ঢেকে গেছে
এ সভ্যতার দুটি চোখ।
অসভ্য নরকের কিট গুলো আজ
সভ্যতার ধারক।


তাইতো আজ চারদিকে অসভ্যতার জয়
অমানুষ গুলো দেখতে কি আসলেই
মানুষের মতো হয়?


সবাই মিলে আওয়াজ তোল
এর প্রতিকার চাই।
ধর্ষণ কারী হোক সে নেতা
হোক সে আমার ভাই।