স্বাধীনতা মানে কি।
            
                (এম সুমন)


কি হারিয়েছি কি পেয়েছি,
জীবন দিয়ে স্বাধীনতা এনেছি।
আজ সাতচল্লিশ বছর পরে এসে
এই মনে প্রশ্ন জাগে,
স্বাধীনতা মানে কি??


ধর্ষন ছিলো আজো আছে,
নতুন যোগ হয়েছে গুম।
কোটা বৈষম্যতার পদতলে
মেধাবীরা আজ হচ্ছে খুন।


শোষণ ছিলো আজো আছে,
নেই কথা বলার অধিকার।
ছেষট্টি বছর পরে এসে
এই মনে প্রশ্ন জাগে,
রক্ত দিয়ে ভাষা কেনার
ছিলো কি দরকার?


দুর্নীতি আর অর্থ পাচার,
যেন নিত্য দিনের কাজ।
স্বাধীন দেশে চলছে যেন
লুটেরাদের রাজ।


ব্যাংক বীমা আজ দংশ হলো,
শেয়ার বাজার লুটে নিলো!
স্বাধীনতার দোহাই দিয়ে চলছে দুর্নীতি।
সাতচল্লিশ বছর পরে এসে
এই মনে প্রশ্ন জাগে
স্বাধীনতা মানে কি??


জেল জুলুম আজ নিত্য দিনের,
কেও পাচ্ছেনা পার।
রক্তে কেনা এ দেশটা আজ
বন্দী কারাগার।


স্বজাতিরা আজ হায়েনার রুপে
ছেপে ধরেছে কণ্ঠনালি।
সাতচল্লিশ বছর পরে এসে
এই মনে প্রশ্ন জাগে,
স্বাধীনতা মানে কি??