সুন্দরী ললনা
           এম সুমন


কলসি কাঁখে কেগো তুমি
সুন্দরী ললনা!
কার আঙ্গিনায় ছরাচ্ছো তুমি
রূপের জোছনা।
স্বর্গ থেকে আসা যেনো
নিলপরী তুমি!
কি নামে পূজিবো তোমাই
ওগো রূপসীনি।
বিধাতা যেন গড়েছে তোমাই
আপন নিপুণ হাতে,
স্বর্গীয় সব রং যেনো
তোমার বধনেতে।
টানা টানা চোখ দুটো
মেঘ কালো চুল।
কার জন্য ফুটেছো তুমি
ওগো ফদ্মফুল।
তোমার রূপের একি ঝলক
ওগো রূপসীনি।
পুস্পরাজিতো ধরণি যেনো
এই রূপ আর দেখেনি!