আমি গোরেতে বাঁধবো আমার ঘর
সখি তারে বলিস্ এ খবর,
ছিঁড়ে জনমের ডোর যাব হারিয়ে
পরপারে সাজাব বাসর।


সখি,জানি ভুলে গেছে সে আমারে
মিছে আশায় থাকি তার
পোড়া মন বুঝে না যে কিছুতেই
স্বপন সাজায় বারেবার
সখি পথ চাওয়া হবে শেষ চিরতরে
বেদনারে দিব রে কবর।


আমার নয়নের জল গেছে শুকিয়ে
সখি নাই কিছু বাকী
শত যাতনারে করব আড়াল সখি
মুখ কাফনেতে ঢাকি
তারে পারি নাই সখি করতে আমার
ভালবেসে জনম ভর।।