যেটুকু আমার বলে এতদিন ভেবেছিল মন
আজ অবেলায় এসে দেখি সে আমার নয়,
এতকাল ছিল ফাঁকি, শুধু মিথ্যে আস্ফালন
মরীচিকা পিছু ধেয়ে হলো শুধু আয়ু ক্ষয়।


সময়ের ক্রোড়ে নতজানু হয়ে শুনি অপবাদ
অজানিতেই হলো ভুলের গিরি আরোহণ,
বুক জুড়ে ছিল বালিয়াড়ি, নয়নতে ফাঁদ
গরলে পূর্ণ ছিল মোহতার মিছে কাহন।


আজ আলো ক্ষয়ে গেছে, চোখে অমাবস্যার উল্লাস
হৃদয় গহনে নিভৃতে একাকীত্বের বসবাস,
আজ নীরবতা ভেদ করে জেগে উঠে কাঁদনের সুর
আজ মুক্তির স্বাদ চায় ব্যথা বৃত্তের ক্রীতদাস।।