ক্ষমা করো প্রভু, বিচার দিনের মহান বিচারক
জন্মাবধি পাপের আঁধারে ডুবে আছি আজ তক্।


অবিশ্বাসের হিংস্র ছোঁরায় বিক্ষত করে দ্বীন
তোমার দয়ারে করি উপেক্ষা নিয়ত-বিরামহীন
তোমার নামের শোকর গোজার
করিনা বেভুল মোহে দুনিয়ার
খুঁজিনা তোমায়, বুঝিনা কে এ জাহানের নিয়ামক।


জগতের সবি সৃষ্টি তোমার রাব্বুল আলামিন
যত মাখলুক, তোমার হুকুম মেনে চলে নিশিদিন
অথচ আমার ঈমানের দ্বার
নড়বড়ে বেশ, ভাঙ্গে বারবার
আঁধার হাতড়ে পথচলি তবু জ্বালিনা জ্ঞান-পাবক।


তোমার রহম দুনিয়ার 'পরে ভাবিনা একটি বার
কত নেয়ামতে করেছো পূর্ণ হাজত বান্দার
দিন ডুবে গেলে রাতের আঁধারে
কে পারে ফিরায়ে আনতে তারে!
কে দেয় রিজিক সকল জীবের, কে মেটায় তার হক!


ভুলের চাদরে ঢেকে গেছে হায় আপাদমস্তক
ক্ষমা করো প্রভু, বিচার দিনের মহান বিচারক।