অন্ধ-জনে দিনের আলোয় কি যায় আসে তার
দিন আর রাতের নাই ব্যবধান, সমান অন্ধকার
তেমন অন্ধ হয়েছি আমরা, দেখিনা কেমন করে
ধর্ম-পোশাকে শরীর ঢেকে অ-ধর্ম ঘুরে ফিরে!


নিয়ম আসছে নতুন রূপে, গোমরাহী-বিদআত
পালন করছি মনে করে তারে রাসূলের সুন্নাত
করছি শির্ক ক্ষমা নাই যার জানালেন পরওয়ার
অবলীলাক্রমে করে চলেছি সে গুনাহ্ অনাচার।


মাজার দরগা কবর বেদীতে সেজদায় পড়ি ঝুঁকে
বিপদে করি আকুতি অন্যে, শিফা চাই ঝাড়-ফুঁকে
দলেদলে করি দলাদলি সবে না বুঝে দ্বীনের বাণী
ভাবিনা তাহাতে ইসলাম হলো জখম কতটা খানি।


মরণ ডাকছে পিছন থেকে তবু হইনা তো হুশিয়ার
আল্লাহ বিনা কেউ করবে উদ্ধার! নাই সে এখতিয়ার
শত্রু সবার পায়ে পায়ে চলে, হইনা তো সাবধান
পাপের পথের দোসর করছে মহাপাপী শয়তান।


হায়, দিনে দিনে ভারী করছি পাল্লা যার মন্ত্রণায়
হাশর দিনে সে শয়তানে নিবে না তো তার দায়!


বলবে সবারে আমি তো শুধু ডেকেছি বিপথ পানে
তোমরা শুনেছ আমার কথা, পাপকে নিয়েছ মেনে।
নিজের পাপে পড়েছ নিজেই, আমি তাতে নির্দোষ
অযথা কেবল আমার ঘাড়ে চাপাতে চাইছ রোষ।


তোমরা না এলে বিপথে টানার সাধ্য আমার কই?
সাহায্যকারী শুধুই আল্লাহ্, আমিতো কিছুই নই"।।