খোকা বাবু রাশভারী বেশ
কথাটি কয় কম,
যা কিছু কয় ভেবে-চিন্তে
যা খাঁটি একদম।
পাড়ার মাঠে ছেলের দলে
হল্যা করে খেলে,
খোকা বাবু বুঝিয়ে বলে
কেমন খেলে 'পেলে'।
'ম্যারাডোনা' নামটি কার
কোন দেশে তার বাড়ী,
চোখ বুঝে সে বলতে পারে
সকল খবর তারি।
কায়দা কানুন সব জানা তার
খেলতে হয় কৌশলে,
দেখিয়ে দেবে নামলে মাঠে
খেল্ যে কারে বলে।
জানায়-শোনায়, পড়ায়-লেখায়
এমনি খোকার জ্ঞান,
'ভদ্র ছেলে'র খেতাব মিলে
সকলে দেয় মান।
এক বিকেলে ছেলের দলে
ডাকতে গিয়ে তারে,
দেখলো খোকা দাঁড়িয়ে আছে
তাদের কলের পাড়ে।
মুখের ভেতর পানি নিয়ে
ফেলছে বারে বার,
বেড়িয়ে শুধু যাচ্ছে ফেনা
কাঁদছে খোকা আর।
চোখ ফুলে তার 'ঢোল' হয়েছে
মুখ হয়েছে লাল,
অবাক হয়ে সবাই তাকায়
দশা হায় বে-হাল।
আলমারিতে গুঁড়ো সাবান
কাঁচের বয়াম ভরে,
রাখা ছিল, খোকা বাবু
চিনি ভেবে তারে
মুঠো পুরে মুখে দিয়ে
হলো হতভম্ব,
এক নিমেষেই চূর্ণ হলো
সর্ব জ্ঞানের দম্ভ।।