দুঃখ, সে তো সখা আমার
জন্ম থেকেই চেনা,
বুকের নিবিড় সুখ গুলো সব
দুঃখ দিয়েই কেনা।
দুঃখে জীবন, দুঃখে বাঁচা
দুঃখেই নিবিড় বাস,
বুকের মাঠে বারো মাসেই
তারই অবাধ চাষ।
হাসির সাথেও দুঃখ হাসে
চোখের জলেও সে-ই
তালকানা সব সুখ বলে যায়
দুঃখ তোমার নেই।।