*****************


এই যে আকাশ, ঐযে পাহাড়
এই যে মাটি, সাগর, জল,
কে সব কিছু করলো সৃজন
তরু-লতা ফুল ফসল!


                  কার ইশারায় সূর্য উঠে
                  দিবস শেষে অস্ত যায়,
                  আঁধার ফুঁড়ে আলো ফোটে,
                 দিনকে কে রাতে মিশায়!


পাখ-পাখালী, কীট পতঙ্গ
নানান প্রাণী, মাছের দল,
রঙ-বাহারী এ পৃথিবীর
জড় ও জীব, আর সকল।


                 কে বানালো নিপুন করে
                 কোন সে মহান কারিগর,                              
                 কার হুকুমে দুনিয়া চলে
                 কে সে এমন শক্তিধর!  


যেদিক তাকাই সবখানে পাই
মহিমা যে তারই কেবল,
সবার মালিক এক আল্লাহ
সবকিছু তার দয়ার ফল।


                  ভালবাসি আল্লাহকে তাই                  
                  তার কাছে চাই হাত তুলে,
                  মু'মিন যেন হই আমরা
                  ডাকি তারেই মন খুলে।।