শা'বানের চাঁদ ডুবলো গগণে
এলো মাহে রমযান,
মুমিনের প্রাণে জাগছে সুবাস
বেহেস্তি আতর ঘ্রাণ।


ধরার বুকে এলো ফিরে ফের
অসীম পূণ্য মাস,
সংযম-বাঁধে শোধতে নিজেকে
পাপেরে করতে হ্রাস।


উঠলো চাঁদ গগণের কোণে
গোরে-গোরে পড়ে সাড়া,
বন্ধ হয়ে নামলো শান্তি
গোর-আযাবের ধারা।


পাপী-তাপী যত পেলো ক্ষমা
এ মাসের মহিমায়,
কবরের দেশে কঠিন দন্ড
হয়েছিল যার রায়।


এলো রমযান বুকে নিয়ে সে
ক্বদরের রজনী,
নাযিল হলো যে রাতে কোরআন
রবের ঐশী বাণী।


উত্তম বলে ঘোষিতো যে রাত
হাজার মাসের চেয়ে,
রহমত বয়ে আনে ফেরেশ্তারা
আকাশের পথ বেয়ে।


এলো রমযান মাগফেরাতের
নাজাত উছিলা তথা-
সিয়াম-কিয়ামে সাফ করতে
রুহের পঙ্কিলতা।।