গর্ব ভরে বড়াই করে
জজ সাহেবের গাধা,
মনিব যে তার খুব দয়ালু
মনটা অতি সাদা।
মানুষ যেথায় পায়না কদর
সেই মানুষের দেশে,
নইলে এমন যতন করে
গাধাকে কেউ পোষে!
বিদ্যে-ভারী জ্ঞানী সাহেব
নানান খেয়াল মনে,
গাধার মন ফুল্ল সদাই
সকল দেখে-শুনে।
তিন বেলা তার জুটে আহার
নাদুস্ নুদুস্ দেহ,
ঝিমিয়ে কাটে সকাল দুপুর
লয়না খবর কেহ।
সবার সাথেই করে বড়াই
যখন যারে পায়,
মোর মনিবের তুল্য কেহ
হয় না দুনিয়ায়।
মগজে বয় কতো কেতাব
যায়না তারে গোনা,
বিচার কাজে হাত-পাকা লোক
দশ দিকে যায় শোনা।
'চুল-চেড়া' সব হিসেব কষে
হাজারো মামলায়,
'কলম-খোঁচা'য় ফয়সালা দেয়
'নিক্তি-মাপা' রায়।
দিনে দিনে বয়স গেলো
সত্যি কথা শোনো,
এত দিনেও পাইনি তার
দোষের খবর কোনো।
গুণের-জ্ঞানের-খ্যাতির বড়াই
নেই তো ধরা-বাঁধা,
হাস্য মুখে সকাল-সন্ধ্যা
করছে সদাই গাধা।
সদানন্দ গাধার হলো
কপাল মন্দ আজ!
ইঁদূর গর্তে পা পড়ে তার
বিগড়ে সকল কাজ।
বিষম ব্যথায় কাতর দেহ
পা হলো তার খোঁড়া,
মনিব-চোখে পড়ল আজই
এম্নি কপাল পোড়া!
চাকর ডেকে বলেন তিনি
বেকার পোষা তারে,
পরের হাটে দাও'গে বেচে
বুড়ো এ গাধাটারে।
শুনে গাধার চমকে পিলে
হলো কি কারবার!
কপালে কি লেখাই ছিল
এমন অবিচার!!