কে যাস্ ও ভাই আযান শুনে পড়তে নামাজ মসজিদে
বুকে ধরে আল্লাহর ভয়, বেঁধে ঈমান তাওহীদে
আমার তরে তুই তুলিস্ দু'হাত
আযাব হতে পাইতে নাজাত
জামায়াতে মিলায়ে কাঁধ করিস্ দোয়া তাহমীদে
কে যাস্ ও ভাই আযান শুনে পড়তে নামাজ মসজিদে।


জীবন আমার কাটিয়ে ছিলাম লোভ লালসা অহংকারে
বিফল সকল দুনিয়াদারী আজ কবরের অন্ধকারে
কে ভাই মুমিন এ পথ ধরে
চললি ছুটে খোদার ঘরে
ও-পথ কভু মাড়াইনি তাই পাইনি আলো পাপের দোরে
আমার তরে চাস্ ক্ষমা তুই মহান প্রভুর পাক দরবারে।


চোখে মুখে মগজ পেটে ছিল আমার পাওয়ার ক্ষিধে
বুকের ঘরে নিঠুরতার জাগতো সীমার-ইয়াজীদে
ডুবে মায়ার সংসারেতে
ভুল-বেভুলের প্রলয় স্রোতে
ডাক শুনিনি হাত বাড়িয়ে ডাকে রাসূল মোহাম্মদে
হাশর দিনে শাফায়াত করতে বলিস্ সে মুরশিদে।।