হে মহান, পরাক্রম, প্রভু, দয়াবান
হে মহা-মহীয়ান,
তোমার হাবীবের উম্মত করেছ মোদের
দিয়েছ সম্মান।
দুর্বল মোরা, মূঢ়, খর্বকায়, ক্ষণায়ু
মোরা জীর্ণ-ক্ষীণ,
শ্রেষ্ঠ রাসূলেরে দিলে আমাদের করে
দিলে শান্তির দ্বীন।
দেখাতে আলোক মালা দিয়েছ মোদের
তোমার কালেমা কোরান,
পিছলে না যেন পড়ি আঁধারের ঘোরে
দিয়েছ সে পথ বিধান।
মোরা ভুলে তবু পথ যাই বি পথে
শাহী-করুণা অপার,
ক্ষুদ্র মনে করে ভর গোমরাহীপনা
কৃষ্টি লোভ-লালসার।
নিজেকে অন্ধ রাখি দিব্য অালোতে
দেখি না তোমার শান,
অনুপম সৃজনে তোমার প্রকাশে মহিমা
তুমি স্রষ্টা, প্রজ্ঞাবান।
হে ক্ষমাশীল স্রষ্টা তুমি দিয়েছ মোদের
'অাশরাফ' এ খেতাব,
প্রলোভনে, প্ররোচণে, মোহ-পাঁকে পড়ে
ভুলি তোমার প্রতাপ।
তোমারে ভুলেছে বলে করিলে নিঃশেষ
প্লাবনে, ঝড়ে, ঝঞ্ঝা বায়,
আ'দ, লূত, নূহ, তোব্বা, ফেরা্ঊন,সামুদ
কত গোত্র সম্প্রদায়।
হে মহাজ্ঞানী, সর্ব জ্ঞাতা, সর্ব শক্তি মান
হে রহিম-রাজ্জাক-রহমান,
অসীম ক্ষমতাময়, ত্রাতা, শত ভুল হতে
আমাদের দিও পরিত্রাণ।।