হে রাসূল,
ভুলতে বসেছি আমরা আজ তোমার দেখানো পথ
লজ্জায় বাঁধে দিতে পরিচয়, আমরা তোমার উম্মত!
হানাহানি আর লোভের খাতিরে ন্যায়ের বিসর্জন
সত্য-আব্রুতে ঢেকে করি আজ মিথ্যারে লালণ
তোমার নীতিরে দেই কোরবানী আমরা পাষাণবৎ।


হে রাসূল,
ধৈর্য-ক্ষমার জ্বেলেছ যে শিখা দুনিয়া-অন্ধকারে
আমরা তারে নিভাতে চাইছি বে-রহম ফুৎকারে
তায়েফের পথে হয়েছ জখম, হওনি ধৈর্য হারা
খোদার কাছে চাও নাই শোধ ক্ষমার দোয়া ছাড়া
আমরা দেখাই পেশী টান দিয়ে অহমের কসরৎ।


হে রাসূল,
আল্লাহ্ নিজেই দিয়েছে তোমারে হাবিবের সম্মান
হীনমনা সবে হিম্মতে করে তোমারেই হেয়-জ্ঞান
তবু করি দাবী উম্মত তোমার, তোমারি অপমানে
হয়না যাদের রক্ত আগুন প্রতিবাদ-ঘৃণা বানে
শান্তির ধোঁয়া তুলি আকাশে পোড়ায়ে বিবেক-মত।


হে রাসূল
আমাদের তরে কাঁদিছো আজও মদীনার রওযায়
হাশরের মাঠে তুমি নিবে ভার শাফায়াতি দরজায়
পাপের আখড়ায় নিয়েছি জন্ম, পাপের জিন্দানে
বন্দী করেছি নিজেরেই নিজে, পূণ্য নেই না চিনে
তাই বলে তুমি ভুলনা গো প্রিয়, ওগো নবী হযরত।।