আয়নাটা দেখে পুষি
খুব খুশি মনে,
লেজ নাড়ে, হেলে-দুলে
গুনগুন গানে।
ম্যাঁও ম্যাঁও ম্যাঁও করে
ডিগবাজি খায়,
রঙে-ঢঙে নিজেরেই
দেখে আয়নায়।
ছোট ইঁদূরের ছানা
চুপি চুপি এসে,
খেলা দেখে বিড়ালের
মিট্ মিট্ হাসে।
ছানাটিরে দেখে পুষি
আয়নার কোণে,
মনে বলে- "বাছাধন
যাবে কোন্ খানে!
পেয়ে গেছি এইবার
হাতের নাগালে,
টের পাবে হাড়ে-হাড়ে
থাবা কারে বলে"।
দাঁত খিঁচে দেয় ঝাঁপ
আয়নার 'পরে
ঠুস্ খেয়ে চিতপাৎ
পুষি একেবারে।
ক্যাঁচ-ম্যাঁচ হেসে উঠে
ইদূরের ছানা,
পালায় দৌড়ে শেষে
লেজে দিয়ে টানা।।