দান নয় এ, দেনা যে তোর, কর্ পরিশোধ, দে্ যাকাত
শোকর গুজার মওলার কাছে, ধর্ রে অসহায়ের হাত,
বদৌলতে দিবেন খোদা দৌলতে তোর খোশ- খায়ের
নেক ওয়াস্তে মান্ রে বিধান করতে উজাল আখেরাত।


যে দিয়েছে ধন তোরে ভাই নজরানা দে্ তারেই আজ
দুঃখীর খোশে তিনি খুশি, খোশ-দিলে কর্ মহান কাজ,
দে্ যাকাত তুই দুঃখী জনে,মুসাফির আর মিসকীনে
ক্রীতদাস আর নও-মুসলিমে, পড়ল যে ইসলামী তাজ।


বে-ফিকিরে রইলি কি রে! মানতে হুকুম নাই গরজ!
মন-গড়া নয় হিসেব কষে কর্ রে আদায় এ ফরয,
ইসলামের এই খুঁটি ধরে সবল হয়ে দাঁড়াতে আজ
মুজাহিদে দে্ যাকাত ভাই, দুঃস্থ ঋণীর শোন আরজ।


তোর যাকাতে শক্ত হবে তোর ঈমানের নরম ভীত্
রোজ হাশরের আদালতে নসীব হবে পরম জিত্,
খোদার আদেশ কর্ রে পালন, দে্ বাড়িয়ে মুক্ত হাত
পীড়িত-মুখে ফুটবে হাসি, শান্তি-দ্বীনের গাইবে গীত্।।