ভালবাসা নিয়ে খেলো ছেলেখেলা মনে যা আসে তাই
হৃদয় নিয়ে খেলতে তোমার কেন এতটুকু দয়া নাই,
দেখো নাই ভেবে মনের খেয়ালে কাননের ফুল-রাশি
সকালে যে ফুল তুলেছ সে ফুল বিকেলেই হবে বাসি।


সে মালা শুকাবে, হারাবে সুবাস, পাপড়ি পড়বে খসে
দেখ নাই ভেবে উদিল যে রবি আঁধারেই যাবে মিশে,
খেয়ালি তোমার মনে বাসনায় গড়া হেঁয়ালীর বসবাস
ভালবাসা দরে ভালবাসা কিনে ভাবো তারে ক্রীতদাস।


ভাবো তুমি তারে মাটির পুতুল, অসার বস্তু, জড়
নিমিষেই তারে সাজিয়ে তুমুল নিমিষে ভুলতে পারো,
দেখো নাই ভেবে করলে হেলা তোমারে যে ভালবাসে
দেখো নাই ফিরে সে হেলায় তার হৃদ-বেদী পড়ে ধ্বসে।


আজ পালকে পালকে ক্লান্তির বিষ, অচল হয়েছে ডানা
আহত আশার-পাখি ধূলোতে লুটায়, সঙ্গীন রক্ত কণা,
দেখো নাই বুকের ভেতরে কত জমেছে ব্যথার নুড়ি
ভাঙ্গন গানের উঠে কত সুর ঢেউয়ে ঢেউয়ে গুঞ্জরী।


যারে তুমি আজ খেলা বলে খেলো, পলকে ভাঙ্গো গড়ো
তারে কেউ পোষে বুকের গহীনে স্বপনে হাজারতরো,
তার 'পরে কেউ ভর করে ভাসে জীবন নদের জলে
খুঁজে ফিরে পার শত হতাশার, হাত ধরে তার চলে।


তারি মাঝে আমি ডুবে গিয়ে খুঁজি স্বর্গ প্রদীপ শিখা
উষ্ণ আবেশ, গালিচা কােমল, সুখের জয়ন্তিকা।।