নিভৃত পৃথিবীর বক্ষ হতে উঠে এসো,
উঠে এসো..কাছে এসো আমার ভালবাসা..
আমার বিনিদ্র রজনী কাটে, মুহূর্ত গুলো অসীম..
হৃদয়ের তন্ত্রীতে ব্যাকুল সুর, অঙ্গ-প্রত্যঙ্গে পিপাসা
কাছে এসে ছুঁয়ে দাও আমায়, ছুঁয়ে যাও......
আর্ত চাহনি আজ বড় কাতর পথের ধূলি গুনে
নিরাশার খরতাপ রুধিতে পারেনা বুকের সামিয়ানা
বিশুষ্ক স্বপ্নের কূঁড়িগুলো অবনত রৌদ্র দহনে
এসো...., ভালবেসে মরুতে ঝরাও বৃষ্টির জলকণা
মুখর করো আমায়... মৌনতা বেঁধেছে নিবাস
স্তব্ধ জমাট ভাষা ব্যাকুলতা নিয়ে উত্থিত হোক
দগ্ধ ভুবনে খেলে যাক ফোয়ারার উচ্ছ্বাস
হাত ধরো, নিঝুম হতাশার অন্ধকারে দেখাও আলোক।।