হৈ হৈ রব উঠে
চারদিকে হৈচৈ
খেলা শুরু খোলা মাঠে
খেলুড়েরা মাঠে ঐ
কারো হাতে লাঠি সোঁটা
কারো হাতে দা-ছুরি
কারো হাতে ঝাঁটা-ঝাড়ু
কেহ নিয়ে হাতুড়ি
তেড়ে আসে মারে কষে
বাঁচে মরে তাই সই
খেলা শুরু খোলা মাঠে
খেলুড়েরা মাঠে ঐ।


ছেড়ে কথা নয় আর
ক্ষমতার দাপটে
ধরাশায়ী করে যায়
এক হাত চাপটে
ফোলা ছাতি পেশী টান
হয় গদি নয় জান
জয় ছাড়া এ খেলায়
টিকে থাকে গতি কই!
খেলুড়েরা ঠুকে বাহু
করে যায় হৈচৈ।


দুই দিকে দর্শক
নেয়েঘেমে একাকার
কার হলো পরাজয়
হেসেখেলে জিত কার
কার গেল মাথা কত
কার ভাঙ্গা ঘাড়-ঠ্যাং
কারে কত কেলিয়ে
করে দিল কোলাব্যাং
ফাঁকতালে নেপোয় কি
চুপে চামে মারে দই!
আলোহীন আলোচনা
মুখে মুখে ফোটে খই।।