সূর্যালোকে লেগেছ গ্রহণ, নেমেছে আঁধার ঘোর
কালের ছোবলে বিষ-নীল হলো সুঠাম অঙ্গ তোর
মরার মতন রয়েছিস্ পড়ে
             নির্জীব দেহে প্রাণটারে ধরে
হুতাশ ছাড়া আছে কিরে আর বলার মতন তোর
কীট-দংশনে ওরে মানবতা হারালি বুকের জোর।


সবলের হাত টুটি চেপে ধরে, ধনীজনে মলে কান
লোভের ছোঁরায় খন্ডিত হয়ে ধূলে লুটে তোর মান
মায়া-কান্নার লাঞ্ছনা সয়ে
               নীরবেই তুই যাস্ ক্ষয়ে ক্ষয়ে
ফেনিয়ে উঠিস্ কারো মুখে তুই হয়ে বিষাদের গান
কত কাপুরুষ পুঁজি করে তোরে করে পাকা নিজস্থান।


হৃদয়ে হৃদয়ে বসতি তোর, উড়ে গেছে হেলা-ঝড়ে
অধম হীন-নীচ বুক চেপে বসে নিদারুন খেলা করে
যার ছোঁয়া পেয়ে উঠবি আবার
               সে-ই মহাঘুমে ক্ষণ করে পার
ঝিমানো রক্তে অ-মানবিকতার বীজ বুনে খুঁড়ে খুঁড়ে
কথার কথা হয়ে মানবতা হায় রইলি আস্তাকুঁড়ে।।