ওই যে নদীটা, মরে গেছে কবেই
সাগর সঙ্গমে আর হয় নাই পথচলা,
বুকে তার উঠেছে জেগে ধূসর বালুচর
থেমে গেছে রেত, কুল-কুল কথা বলা।


ঢেউয়ের গর্জন ভোলা দেহ, অগভীর তল
জল-বন শ্যাঁওলা করেছে দখল,
অধীরতা নেই, শান্ত-মলিন চোখে
পড়ে খসে আকাশের নীলাভ আঁচল।


চাঁদের অমোঘ টানে নেই যৌবন ফেঁপে উঠা
শুধু জানাজানি ধূসর বালির সাথে,
পৃথিবীরে আঁকড়ে থাকা ক্ষত-দাগ সম
মুছে যাবার প্রতীক্ষা শুধু কালের স্রোতে।


একদিন জৌলুস ছিল তার ভরা গতিবেগে
ভেসে ভেসে যেত কত সদাগরী-সাম্পান,
ঢেউ-কাঁপা জলে লাগতো দোলা
মাঝি-মাল্লার মুখে উজানের গান।


এখন শুধুই স্মৃতি, সব কথা আজ ইতিহাস
খর-ধারা স্থবির এখন, নেই প্রাণের উচ্ছ্বাস।।