আসছে অন্ধের চোখাখোলা দিন
উপবাসীর থালা ভরা ভাত,
মিথ্যে প্রবোধে আর কত নত হবি পথ!
আর কত কপালে তুলবি হাত?


অসীম আকাশের পানে চোখ
আজানু গেঁড়ে যাওয়া স্থবির দেহ
আজ-কাল করে করে পথচাওয়া কার!
রক্ত যায়, মাংস যায়, যায় হাড়


সারিবাঁধা বৃক্ষের মতো তুফানে
প্রাচীর হয়ে একবার দাড়া
চিৎকারে ধ্বসে যাক্ কাঁচের দেয়াল
উর্ধ্বে উঠুক শপথের হাত-


মরে মরে বাঁচার চেয়ে হোক্
মৃত্যু-বিলাস।