যদি সে কখনো ফিরে আসে
                  কোন এক অবেলায়
যদি কভু তার চরণের রেখা
                  পড়ে এই আঙ্গিনায়,
যদি না হয় দেখা তার  সাথে
                 খুঁজেও যদি না পায়
এ বারতা আমার জানিয়ে দিও
                 ওগো দখিনা বায়।
দিও জানিয়ে কত কাল গেছে
                    কত ক্ষণ হয়ে গত
বেদনায় পিষে কত শত নিমেষ
                    বাড়িয়েছে মনোক্ষত,
কত আশা-ভাষা গিয়েছে মূর্ছা
                       লুটিয়ে ধূলির 'পরে
মরে গেছে কত স্বপন পাপিয়া
                     তার নাম জপ করে।


যদি না হয় দেখা তার সাথে
                   বলো তারে ভালবেসে
হৃদয়ে কপাট লাগিয়ে ছিলাম
                    নিবিড় আবেগাবেশে,
পারেনি তারে খোলতে কেহ
                    শত কড়াঘাত ক্লেশে
পাষাণ বলে দিয়েছে খেতাব
                   অভিশাপ-বাণী শেষে।
নয়ন আগুনে জ্বালিয়ে ধূপ
                       সুবাস ছড়িয়ে কত
পাপড়ী মেলে বিছিয়েছে রঙ
                       ইন্দ্রজালের মতো,
প্রাণ আমার যেথায় পড়েছে বাঁধা
                       তার-ই কারাগারে
ছটফটিয়ে আমি মরি তার লাগি
                     দারুন বেদনা ভারে।
বলো তারে ওগো দখিন হাওয়া
                    নিয়ে বুকে ব্যথারাশি
হারিয়েছে যে অন্ধকারাতলে
                     সেই চির-অভিলাষী,
মনে-প্রাণে যা করেছিল আশা
                    শোনাতে একটি বারে
তোমার কানে তা শোনায় যেন
                        নিভৃতে চুপিসারে।।