বৃষ্টি-মাতাল সন্ধ্যা ঘনায়
দিনের তিরোধানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।
হাজার আশা-স্বপন জাগে
চপল উপল ভাঁজে,
দেখি সারা জগত রয় ঘুমিয়ে
কৃষ্ণ তারার মাঝে।
কাজল টানা যুগল নয়ন
কোন সে যাদু জানে!
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।


আমার সকল বিশ্ব ভুলায়
নিতল নয়ন ওই,
পলক দোলায় হৃদয় দোলে
বিভোল হয়ে রই।
নিরব ভাষায় কয় কথা সে
হিয়ার কানে কানে,
আমি অবাক হয়ে রই তাকিয়ে
তোমার নয়ন পানে।


দিনের আলো যায় ফুরিয়ে
রাত্রি নেমে আসে,
তোমার ডাগর নয়ন ছবি
মানস জলে ভাসে।
ভাবি এমন যাক্ না কেটে
মধুর মোহে ক্ষণ,
অাঁখির কারায় করি যেচে
হৃদয় সমর্পণ।
অমর সুখের ফুলঝুরি সব
ছড়ায় কবির ধ্যানে,
শুধু অবাক হয়ে রই তাকিয়ে
যুগল নয়ন পানে।।