দেখব আজ আজব কথার
কেমন খেলিস্ খেল্,
তিল কে তুই তাল করিস্
তাল কে করিস্ বেল!
খুবতো শুনি কথার ঝাপি
ঘুরিস্ মাথায় নিয়ে,
ফড়-ফড়-ফড় কথার পাপড়
ভাজিস্ কথার ঘিয়ে।
হাঁ করলেই বুঝিস্ নাকি
কথার আদি-অন্ত,
কোন্ কথাটা মিইয়ে গেছে
কোনটা প্রাণবন্ত।
কথার দারুন কারসাজিতে
ভুলাস্ নাকি অল্পে,
আয় দেখে নিই ভুলাস্ কেমন
কথার গুজব-গল্পে।
পৃষ্ঠা ভরে যা-তা লিখে
ধরিস্ কবির ভাব!
হো-হো করে পায় যে হাসি
এ কেমন অপলাপ।
তার'চে ভাল কলম ছোঁড়ে
গানের বিদ্যে ধর,
দুত্তরি ছাই! গান গা'বি তুই!
গলায় কাকের স্বর।
আয় তো দেখি খাতাটা তোর
কোথায় কি-সব লেখা,
দেখছি না তো কোন কিছুই
সকল পাতাই ফাঁকা!
ঠিক বলেছিস্ চশমা বিনা
দেখব কেমন করে!
কাঁচ ভেঙ্গেছে কাল সকালে
হাতের থেকে পড়ে।।