~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


এক পাহাড়ী ঝর্ণা পথ বেয়ে হয়ে গিয়েছিল  নদী
দু'কুল সজীব করেছিল তার প্রবল গতিময় ধারা,
পেরিয়ে অনেক পথ-দেশ-প্রান্তর শেষ অবধি
এক মরুতে এসে একদিন নীরবে হয়েছিল খাড়া।


ভেবেছিল ঝর্ণা শেষ বুঝি হলো সাগর-সঙ্গম সাধ
অধরাই বুঝি রয়ে গেল সে বিশালতা ছোঁয়ার আশা,
কেড়ে নিল স্বপ্ন চির-বুভুক্ষু, রুক্ষ, বিশুষ্ক মরুবাঁধ
ক্রমে তার দুঃখ হতে থাকে ভারী, ক্রন্দনে বুকঠাসা।


জলে-জলে ফুলে বুক, কানে শোনে মোহনার ডাক
চমকে জেগে উঠে নদীর জল-কল-কল স্রোত ধারা,
বদলায় গতিপথ তুমুল উচ্ছ্বাসে, অচলা মরু অবাক
স্বপ্ন ছুঁতে ছুটে চলে এঁকে-বেঁকে, হয়ে বাঁধন হারা।


অসীম আশারে রুখে কে আছে এ ধরায়- বলে নদী
বুকের প্রগল্‌ভতায় ভেসে যায় বাঁধার ইতি-আদি।
~_~_~_~_~_~_~_~_~_~_~_~_~__~_~_